আন্ধারীঝাড় আলহাজ্ব মাহমুদ আলী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়, কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের এক অন্যতম প্রাচীন ও গৌরবময় শিক্ষা প্রতিষ্ঠান, যা প্রতিষ্ঠিত হয় *১৯৬৩ সালে*। এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী *মরহুম কছিম উদ্দীন মন্ডল*। তাঁর দূরদর্শী চিন্তা ও অক্লান্ত প্রচেষ্টায় বিদ্যালয়টি শিক্ষার আলো ছড়াতে শুরু করে এবং আজও তা অব্যাহত রয়েছে। মরহুম কছিম উদ্দীন মন্ডল তার পিতার নামে প্রতিষ্ঠান টির নাম করন করেণ।
বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক *মো: আব্দুল মান্নান মন্ডল* স্যার দক্ষতা ও নেতৃত্বের মাধ্যমে প্রতিষ্ঠানকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করে আসছেন।
বিদ্যালয়ে বর্তমানে দুইটি শিক্ষা শাখা চালু রয়েছে—*বিজ্ঞান ও মানবিক*। শিক্ষার্থীদের মানসম্মত পাঠদানের লক্ষ্যে রয়েছে অভিজ্ঞ শিক্ষকবৃন্দ, উন্নত শ্রেণিকক্ষ, পাঠাগার, বিজ্ঞানাগার ও সহায়ক শিক্ষাব্যবস্থা।
বর্তমানে বিদ্যালয়ে *প্রায় ৮০০ শিক্ষার্থী* অধ্যয়নরত রয়েছে, যারা নিয়মিত পাঠগ্রহণের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করে নিজেদের যোগ্যতা বিকাশে নিয়োজিত।
শিক্ষা, শৃঙ্খলা ও নৈতিকতা—এই তিন মূলনীতিকে ধারণ করে বিদ্যালয়টি এলাকার শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।